রাতারগুল ভ্রমণ টিপস

Arif Hossain Arif Hossain 4 Min Read
রাতারগুল ভ্রমণ টিপস - GoArif

রাতারগুল ভ্রমণের পূর্বে যে ভ্রমণ টিপস গুলো আপনার জানা প্রয়োজন সেগুলো থাকছে এই পোস্টে। এছাড়া রাতারগুল সিলেট ভ্রমণের গাইড এবং গল্প বা কাহিনী গুলো দেখতে পারেন।

আমি এখানে রাতারগুল ভ্রমণের কিছু টিপস দিচ্ছি, আশাকরি মনোযোগ সহকারে পড়বেন। টিপস গুলো আপনার ভ্রমণে অনেক কাজে দিবে। চলুন শুরু করা যাক…

রাতারগুল ভ্রমণ টিপস - GoArif

আরও: ভ্রমণের পূর্বে যে ৭টি টিপস আপনার জানা প্রয়োজন

  1. রাতারগুল ১দিনের ভ্রমণের জন্য চমৎকার জায়গা। তাই, ভ্রমণের পূর্বে আপনি যদি শুধু রাতারগুল ভ্রমণ করতে চান তাহলে আপনার ভ্রমণ প্ল্যান ঐ ভাবে করতে হবে।
  2. বর্ষার সময় রাতারগুল সোয়াম্প ফরেস্টে পানি বেশি থাকে। এই সময়টাকে ভ্রমণের উপযুক্ত সময় বলা হয়ে থাকে।
  3. পানি বেশি থাকা মানে, এই সময় নৌকা নিয়ে বনের ভিতরে যেতে পারবেন। পানিও থাকে পরিষ্কার তাই পানিতে নামার সুযোগও রয়েছে। অন্যসময় পানি কম থাকে। বনের ভিতরে নৌকা নিয়ে যেতে পারবেন না। আর পানি থাকে কাদাময়।
  4. পানিতে নামতে চাইলে সাথে অতিরিক্ত জামাকাপড় নিয়ে নিন। ভেজা জামাকাপড় সাথে নিয়ে আসার জন্য পলিথিন নিয়ে নিবেন।
  5. বর্ষা হোক কিংবা শীত সাথে অবশ্যই ছাতা, মাথার ক্যাপ নিয়ে নিবেন। আর বর্ষার সময় রেইনকোট নিতে ভুলবেন না।
  6. মোবাইল, ক্যামেরা, মানিব্যাগ, ব্যাগ ইত্যাদির জন্য অতিরিক্ত পলিথিন নিয়ে নিবেন। যদি বৃষ্টি হয় তাহলে যেন পানির হাত থেকে এগুলো রক্ষা করতে পারেন।
  7. সিলেট শহর থেকে রাতারগুল ভ্রমণের জন্য লোকাল অথবা রিজার্ভ CNG বা মোটরসাইকেল পাবেন। ভাড়া করার পূর্বে দামাদামি করে নিবেন।
  8. রাতারগুলে শুকনো খাবার পাওয়া যায়। তবে দাম তুলনামূলক বেশি।
  9. নৌকা ভাড়া করার জন্য কর্তৃপক্ষের কিছু নির্ধারিত মূল্য দেয়া থাকে। তবে আপনি যদি শিক্ষার্থী হন তাহলে স্টুডেন্ট কার্ড দেখিয়ে ভাড়া কিছুটা কমিয়ে নিতে পারবেন। তাই ভ্রমণের পূর্বে স্টুডেন্ট কার্ড সাথে নিয়ে নিবেন।
  10. নৌকা গুলোতে ৫/৬ জন করে বসা যায়। নৌকায় উঠার সময় সাবধানতা অবলম্বন করুন।
  11. নৌকায় উঠে বেশি নড়াচড়া বা লাফালাফি করবেন না।
  12. নৌকায় চড়ার সময় পাশে থাকা ঝোপঝাড়ে হাত দিবেন না। কারন এইসব ঝোপঝাড়ে সাপ থাকে। অতিরিক্ত আনন্দ করতে গিয়ে বিপদ ডেকে আনবেন না।
  13. রাতাগুলে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। তবে বর্তমানে ওয়াচ টাওয়ারের অবস্থা জরাজির্ন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এটাকে। তাই ওয়াচটাওয়ারে উঠার চেষ্টা করবেন না।
  14. পানি কম থাকলে বনের ভিতর দিয়ে হাটা যায়। তবে ভিতরের মাটি অনেক পিচ্ছিল। হাটার সময় সাবধানতা অবম্বন করুন। নৌকা থেকে নামার সময় সাথে ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে নিন। এখানে অনেক পর্যটক আসেন। সাথে অনেক স্থানীয় লোকজনও থাকে। তাই সাবধান থাকা ভালো।
  15. ছবি তুলার জন্য এখানে ফটোগ্রাফার পেয়ে যাবেন। প্রতি ছবি ৩-৫ টাকা করে নিয়ে থাকে তারা। তবে ২/১ টা ছবি তুলে চেক করে নিবেন ভালো ছবি তুলতে পারে কিনা। কারন, অনেক ফটোগ্রাফার রয়েছে যারা শুধু ক্লিক করা শিখেছে মাত্র। ছবির সাবজেক্ট, অব্জেক্ট, ফোকাস কি তারা এখনও ভালো করে শিখে নাই। টাকা দিয়ে তো আর খারাপ ছবি নেয়া যায় না, কি বলেন?
  16. বনের ভিতরে যাওয়ার পূর্বে সাথে পানি নিয়ে নিতে ভুলবেন না। কারন, ভিতরে খবারের কিছুই পাবেন না।
  17. অপরিচিত কারও দেয়া কিছু খাবেন না।
  18. পানিতে মলত্যাগ করবেন না।
  19. ট্যুরে গিয়ে আবর্জনা ফেলবেন না।
  20. পানিতে নামার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন।

এই ছিল রাতারগুল ভ্রমণ টিপস। আশাকরি টিপস গুলো মেনে চলবেন। এছাড়া টিপসে যুক্ত করা হয়নি এমন কোন টিপস থাকলে মন্তব্যে জানাতে পারেন।

আপনার ভ্রমণ হোক নিরাপদ এবং আনন্দময়। আরও ভ্রমণ টিপস জানতে চাইলে: ভ্রমণ টিপস


Facebook: Wilep

Share This Article
Leave a comment